ইশরাত তানিয়া

  • নারীর জগৎ ও অন্তর্জগতে নৈঃসঙ্গ্য চেতনা    

    ইশরাত তানিয়া জীবন হতে পারে বিশাল মহাসাগরে বিচ্ছিন্ন দ্বীপের মতো। একের পর এক বিপর্যয়ের ঢেউ এসে যেখানে আছড়ে পড়ে। ল-ভ- করে দিয়ে যায়, জীবনের যা কিছু একান্ত, একমাত্র। অতলে তলিয়ে তারপর আবারো জেগে ওঠা। সে-জীবনের সাদৃশ্যে যদি কোনো মধ্যবয়সী নারীমুখ চিত্রিত হয় তবে সে-মুখাবয়ব রাবেয়ার। বিচ্ছিন্ন এক দ্বীপের মতোই সে ভাসছে। বেঁচে থাকার অনন্ত লড়াইয়ে…