উৎপল কুমার বসু

  • প্রথমত সে কবি, শেষ পর্যন্ত সে কবিই

    উৎপল কুমার বসু সুনীলের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৫২-৫৩ সালে, যতদূর মনে পড়ে কৃত্তিবাসের প্রস্তুতিলগ্নে দীপক মজুমদারের বাড়িতে। কৃত্তিবাসের সূচনা হয়েছিল মূলত ‘সিগনেটে’র দিলীপকুমার গুপ্তের সহায়তা ও পরামর্শ নিয়েই। দূরদর্শী এই ডি. কে. সত্যি সত্যিই ছিলেন একজন জহুরি। কৃত্তিবাসের প্রথম সংখ্যায় সম্পাদক হিসেবে ছাপা হয় যাঁদের নাম (সুনীল গঙ্গোপাধ্যায়, দীপক মজুমদার ও আনন্দ বাগচী), তাঁদের…