একটি সমর্পণ দৃশ্য

  • একটি সমর্পণ দৃশ্য

    স্বপ্নগুলো মরে যায়, অন্ধকারে হারায়, পড়ে থাকে অভিশপ্ত শিলা। মেঘেদের সিঁড়ি বেয়ে নেমে আসে মেঘদূত, জেগে ওঠে মন্ত্রমুগ্ধ পাথর। অনন্ত পিপাসা বুকে হেঁটে চলে যায় বহুদূরে সবুজ ঘাসের পথ মাড়িয়ে মাড়িয়ে লোকালয় ছেড়ে পা ফেলে সে অরণ্যের দিকে। পেছনে পড়ে থাকে ভাঙনের উদাসীন মাঠ, পড়ে থাকে পুকুরের জলে ভাসমান হিজলের টুকটুকে লাল ফুল; প্রাণ ছুঁয়ে…