একরাম আলি

  • দুটি কবিতা

    একরাম আলি   এক আমরা পাশের বাড়ি থাকি   এ-বাড়িতে কেউ থাকে দুটো ছায়া নড়েচড়ে, ঘোরে কখনো লম্বা কখনো এইটুকু মা আর মেয়ে   সারা দিন গান শোনা যায় সারা রাত থিতিয়ে থাকে গান পরী, ওগো শীতল হাওয়ার পরী ফুঁপিয়ে কান্নার শব্দ কার?   মায়ের পোশাকে মেয়ে, মেয়ের পোশাকে মা ডানা মেলে ওড়ে, হাঁটে, তর্ক…