একুশের সংকলন – একটি দুর্লভ পুস্তিকা

  • একুশের সংকলন – একটি দুর্লভ পুস্তিকা

    কবি হাসান হাফিজুর রহমান-সম্পাদিত একুশের প্রথম সংকলনের কথা সর্বজনবিদিত। ১৯৫৪ সালে এটি প্রকাশিত হয়েছিল। পুঁথিপত্র প্রকাশনীর পক্ষে তার প্রকাশক ছিলেন ভাষা-আন্দোলনের অন্যতম প্রধান সৈনিক ও পরবর্তীকালে সমাজতন্ত্রের স্বাপ্নিক বামপন্থী নেতা মোহাম্মদ সুলতান। বাহান্নর ভাষা-আন্দোলনে অংশগ্রহণকারী সেই সময়ের তরুণদের প্রতিবাদী, সংগ্রামী ও দীপ্তিময় লেখা ও কবিতায় উচ্চকিত একুশের এই সংকলন একুশে ফেব্রুয়ারী অভূতপূর্ব সাড়া জাগিয়েছিল। অনস্বীকার্য…