এম এম আকাশ

  • প্রাণের মানুষ আছে প্রাণে

    এম এম আকাশ দূরের মানুষ সরদারভাই ১৯৭২-৭৫ এই সময়টা ছিল এক স্বপ্নেভরা সময়। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ শেষে আমরা একগুচ্ছ স্বপ্নে বিভোর কিশোর-তরুণ-যুবক দেশে ফিরে এসেছি। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তখন সদ্য প্রকাশিত পোস্টারই তৈরি করে দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। সেই অনিন্দ্যসুন্দর পোস্টারে লেখা হয়েছে : লাখো শহীদের মৃত্যুতে মুক্ত স্বদেশ এসো দেশ গড়ি! এরকম…