কবির কালান্তর

  • কবির কালান্তর

    কালান্তরে এসেছিলে উড়ে কালান্তরে ফিরে গেলে ঘুরে আরম্ভের আগে ছিল আরম্ভ তোমার, আরম্ভের আগে থাকে আরম্ভ সবার, সবার থাকে না শুধু শেষ হয়ে শেষ তুমি কিন্তু কালান্তরে শেষেও অশেষ; সেই কথা কিছু আছে জানা, বাকিটুকু বাকি থাক অনন্ত অজানা। প্রায়-আদিপুরুষের নাম জগন্নাথ কুশারি পীরালি ব্রাহ্মণ কন্যা বিয়ে করে বাড়ি বানালেন খুলনার দক্ষিণডিহিতে; এমন বিয়ের ফলে…