কম্পাস

  • কম্পাস

    সুহিতা সুলতানা অদ্ভুতভাবে হেলে পড়েছে বিবেক চেয়ে দেখি কারো মাথা নেই! শূন্যতা দৌড়ে বেড়াচ্ছে চারদিক। মানুষ মরে গেলে কিছুই থাকে না। অমরত্ব মৃত্যুর চেয়েও ভয়ংকর ফাঁপা বেলুনের মতো! আগুন মেলে দিয়েছে ডানা। বরফের নিরপেক্ষতা চিরকাল একই রকম! কম্পাসের কাঁটা ঘুরে গেলে জীবনও দিকহীন অসাড় পড়ে থাকে। এই যে অপক্ষমতার চাপে পড়ে ইতিহাস ঘুরে দাঁড়ায়, ভেঙে…