করিম রেজা

  • ফুলের আয়ু

    করিম রেজা ফুলের আয়ু, কোথায় তার জীবন রূপ ধাঁধিয়ে হঠাৎ ঝলসে যায়, দীর্ঘজীবী, ক্লামিত্ম যার ভূষণ অন্ধকারে কোথায় পথ হারায়!   সবাই খোঁজে রূপলাবণ্যগন্ধ অন্ধকারে বন্ধ সব দুয়ার আঁধার-আলোর প্রকৃত এই দ্বন্দ্ব ফুলের কাঁটায় মন ভেঙেছে কার!   ফুলের বনে সাপ ঢুকেছে কাল পাপড়ি ওড়ে বিষের যন্ত্রণায় ফুল কামিনী দংশনে মাতাল রূপলাবণ্যে পৃথ্বী পুড়ে যায়।