কাজল চক্রবর্তী

  • বঞ্চনা

    কাজল চক্রবর্তী   বৃক্ষ অনায়াসে নিতে পারে লতা-ফল ও পাখিদের ভার। সহ্য করে বাতাস ও বৃষ্টির ওঠা-নামা। মাটিকে আঁকড়ে ধরেই তাঁর যাবতীয় উত্থান। আকাশের সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়ে দেয় রং আমাদের চারধারে। প্রয়োজনে ব্যবহার করি – খাঁচার পাখিদের মতো।   অসহায় বৃক্ষেরা কাঁদে কেউ শুনতে পায়, কেউ বা শোনে না। কিন্তু পৃথিবীময় বৃক্ষের হাহাকারে এখন…

  • বাংলাভাষা

    কাজল চক্রবর্তী স্বরের ব্যঞ্জনে যা উঠে এলো দুহাতে সেইটুকু অর্জন আমার সংগ্রহে থাক জলাধারের একপ্রান্তে বকের প্রতীক্ষায় এবার ছুড়ে দেবো উদ্দাম শ্রীচরণ প্রতীক্ষা জুড়ে জেগে উঠবে প্রাপ্তিবিম্ব আর সেই বিম্ব জুড়ে থাকবে আমার পৌরুষ মেঘের পাহাড়ে জেগে থাকবে ভেজা চাঁদ আমার আলোয় আলোকিত সেই চাঁদে একবার উপরে উঠবো, তারপরে নিচে বাতাসে ভাসবে ক্রমশ উজাড় করা…