কালের সমীক্ষা

  • কালের সমীক্ষা, কালস্রষ্টার সমীক্ষা

    মাসুদ রহমান রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর কুষ্টিয়ার শিলাইদহকেন্দ্রিক জাতীয় অনুষ্ঠানে সরকারিভাবে স্মরণিকা বের করা হয়। কয়েক বছর সেটি সম্পাদনার দায়িত্বে ছিলাম আমি। স্মরণপত্রটিতে নবীন-প্রবীণ, স্থানীয় ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন লেখকদের সম্মিলন ঘটানোর চেষ্টা করতাম। ২০১৬ সালের কথা। মনস্থ করলাম, এবার অধ্যাপক আনিসুজ্জামানের লেখা নেব। উনি আমার সরাসরি শিক্ষক নন, কোনোদিন আলাপ-পরিচয়ও হয়নি। নম্বর জোগাড় করে…