কিংশুক চট্টোপাধ্যায়

  • বল কে হই আমি

    কিংশুক চট্টোপাধ্যায়   ঠোঁটে শিসের মতন জিভে বিষের পালক ধানে দুধের শরীর খিদে জমাক হাওয়া   দেখা ফ্যানায় ফ্যানায় আলো টিপের উপর একা পেছল মানুষ দোলে ম্যাজিক নদী   হাওয়া কেমন কেমন ফাটে আদর কুসুম গিলে ফেলুক শরীর কিছু জ্যান্ত আকাশ   তোর চুলের ভেতর বুনো ফুলের বাগান ছুঁয়ে দেখার চোখেও শুয়ে তরল কাজল।  …