কুমকুম দত্ত

  • অন্ধকারের হাত

    কাছে ডাকে চেনা মুখ অন্ধকারের হাত বুকের ভূগোল শস্য সবুজ ঘর-গেরস্থালি; আগুনে পুড়ে নৈঃশব্দ্যের গোপন লাল রাত সময় নির্বাসিত চোখের সীমানা যতদূর ভ্রমণে কালবেলা; সাথিহারা যেমন অন্ধ বুকের বোতাম খোলা দূর অন্ধকারে সুধা ঢেলে রাত …