কুমার দীপ

  • সত্যের আঠারো পা

    কুমার দীপ সব চোখই ভুল দ্যাখে। রবীন্দ্রনাথ হলেই যে বিনোদিনী অকপটে খুলে দেবে হৃদয়ের সবকটি সুর; জীবনানন্দ হাত পাতলেই হেমন্ত তুলে দেবে সমুদয় ফসল-সম্ভার – বোকারা ভাবে এভাবে। মহাবিশ্ব কি শুধু আপেলভাবনা, এত অত্রুুর – আইনস্টাইন এসে বসলেই মাটিতে লুটোবে! সংসারে কেউ কেউ অন্তর্দৃষ্ট; অতুল্য বুদ্ধিমতী অমেয় ক্ষমতাবলে কেউ কেউ জয়ী আজীবন কারো কারো প্রজ্ঞার…