কুয়াশামুক্ত এক অপূর্ব উপাখ্যানকথা

  • কুয়াশামুক্ত এক অপূর্ব উপাখ্যানকথা

    এ-সময়ের গুরুত্বপূর্ণ কথাকার অমর মিত্র তাঁর সাম্প্রতিক উপন্যাস মোমেনশাহী উপাখ্যান পাঠে আমরা অনেকেই বিস্মিত ও আনন্দিত হয়েছি। কিংবদন্তি অথবা প্রত্নপুরাণ তাঁর বহু উল্লেখযোগ্য রচনার প্রেরণাস্বরূপ। ধ্রুবপুত্র, অশ্বচরিত, ধনপতির চর, মেলার দিকে ঘর প্রভৃতি উপন্যাস-গল্পে তিনি কিংবদন্তি বা  প্রত্নপুরাণের সদ্ব্যবহার করেছেন। এক সাম্প্রতিক রচনায় তিনি বলেন – ‘আমার নিজের গল্প ও উপন্যাসে কিংবদন্তি, পুরাণ-প্রতিমা বা প্রত্ন-প্রতিমা…