কৌশিক দে

  • কয়েকটি; অণুকবিতা

    গোপন পিপাসা  চাই না বলেই নিরীহ কবিতায় বারবার ছুঁয়ে ছুঁয়ে আসা এক নিপুণ দক্ষতায় জিইয়ে রাখি আমার গোপন পিপাসা যান্ত্রিক বিবমিষা একটু আকাশ চাই, সবুজ হাওয়া আর পায়ের তলায় মাটি  এক খণ্ড গ্রাম দাও, ভোরের আলপথ ধরে খালি পায়ে হাঁটি  বুকের মধ্যে সন্ধেতারা বুকের মধ্যে সন্ধে নামে, দেয়াল ঘড়ি দুঃখ মাপে  একটা-দুটো সন্ধেতারা জ্বলতে থাকে…