ক্যাসান্দ্রা

  • ক্যাসান্দ্রা

    কবি যেন  অভিশপ্ত   কন্যা ক্যাসান্দ্রা বলে চলে  সূর্যজাত সত্য  যতদিন শ্বাস আমোদগেড়ে নগরবাসী  সে সবে  রাখে না বিশ্বাস অথচ  কত অনুক্ত কালবেলা বলেনি কী ডেলফি  সেই সব  অমোঘ সত্য বার্তা; সময় গড়িয়ে যায়  মুক্তা সময় হারিয়ে যায় নষ্টগ্রহ মানুষ  তবু তৃপ্তিহীন রয় এক যুদ্ধের পরে  থাকে আরেক  যুদ্ধের অপেক্ষায় আর প্রাচীন কবির পাণ্ডুলিপি  শুধু ধূসর…