গোলাম মুরশিদ

  • দ্বারকানাথ ঠাকুর : আধুনিকতার বিস্মৃত পথিকৃৎ

    গোলাম মুরশিদ সমকালে তো নয়ই, কালের দূরত্বেও ঐতিহাসিক ব্যক্তিত্বের যথার্থ মূল্যায়ন সবসময় হয় কিনা, সন্দেহের বিষয়। কারণ মূল্যায়নের নিক্তিতে একদিকে থাকে সেই ব্যক্তির অবদান, অন্যদিকে থাকে একটা বিশেষ সময় এবং সমাজের মূল্যবোধ ও মনোভাব। সেজন্যে, সমাজের দৃষ্টিভঙ্গি অনুকূল হলে যোগ্যতার তুলনায় কেউ কেউ অনেক বেশি স্বীকৃতি লাভ করেন; অপরপক্ষে কেউ কেউ হন উপেক্ষিত। এমনকি, মন্দভাগ্য…