গৌতম গুহরায়

  • ফিল্মফেস্ট-১

    গৌতম গুহরায়     প্রদীপ জ্বলে উঠলে তিনটে দেহ নেমে আসে, ভৌতিক নয় তবু করোটি ও মুখোশের মতো রক্তশূন্য ও রংমাখা লাইন ছেড়ে কেউ কেউ বেরিয়ে আসে, দেহগুলো ভাড়া নেয় আমিও একটা বহুবর্ণের মুখোশ ভাড়া নিই চারদিকে হাততালির অন্ধকার থেকে বেরিয়ে আসি নিস্তব্ধ গাছের নিচে, নিজের সঙ্গে মিলিয়ে দেখি।   তখন ঘণ্টা বাজে, হট্টগোল নিয়ে…