চিত্রলেখা চৌধুরী

  • সে যে সব হতে আপন

    চিত্রলেখা চৌধুরী অনুলিখন : অভিজিৎ দাশগুপ্ত সূচনা [আমাদের খুব কাছেই থাকেন চিত্রলেখাদি। কতদিনের কত কথা জমে ওঠে ভেতরে ভেতরে। বহুদিন তারা জমাটবদ্ধ। মা-বাবা-শান্তিনিকেতন আরো কত কি! একদিন কথায় কথায় তিনি উন্মুক্ত করলেন স্মৃতির দ্বার। যন্ত্রবন্দি করা গেল তাদের। তারপর সেই সাক্ষাৎকারকে অনুলিখনের ভঙ্গিতে প্রকাশ করার এই প্রচেষ্টা।] পূর্বকথা আমার শৈশব তো সেই বাংলাদেশে। যদিও আমার…