চিত্রা দেব

  • ‘আকাশ আমায় ডাকে দূরের পানে’

    চিত্রা দেব ‘আমি ভ্রমণ করতে ভালবাসি, কিন্তু ভ্রমণের কল্পনা করতে আমার আরও ভালো লাগে’ রবীন্দ্রনাথের দীর্ঘ ভ্রমণসূচির দিকে তাকালে প্রথমেই মনে পড়ে তাঁর এ-উক্তিটি। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন তিনি। এক জায়গায় বেশিদিন স্থির হয়ে থাকেননি, এমনকি এক বাড়িতেও নয়। শান্তিনিকেতনে চল্লিশ বছর কাটিয়েছেন ঠিকই কিন্তু কখনো দেহলিতে, কখনো দ্বারিকে উত্তরায়ণ ছাড়াও কোনার্ক, পুনশ্চ, শ্যামলী, উদীচীতে।…