জাহাঙ্গীর কবির

  • নক্ষত্র ও নক্ষত্রের অতীব নিসত্মব্ধতা

    জাহাঙ্গীর কবির   দিনের উজ্জ্বল পথ ছেড়ে দিয়ে ধূসর স্বপ্নের দেশে গিয়া হৃদয়ের আকাঙ্ক্ষার নদী ঢেউ তুলে তৃপ্তি পায় – ঢেউ তুলে তৃপ্তি পায় যদি, তবে ঐ পৃথিবীর দেয়ালের ’পরে লিখিতে যেয়ো না তুমি অস্পষ্ট অক্ষরে অমত্মরের কথা; (‘স্বপ্নের হাতে’, ধূসর পা-ুলিপি)   কবিতার আড়ালের মানুষটি সবসময় নিজের লেখা কবিতার মতোই ছিলেন দুর্জ্ঞেয়। হয়তো তাঁর…