জিনাত জাহান খান

  • তিনটি কবিতা

    জিনাত জাহান খান দ্বিধা   আসমান থেকে নেমে আসা মেঘ-সিঁড়ি দ্বিধা ভারাতুর পায়ে, সে কী ভেঙেছিল?   দিঘির শালুকে একা কাঁপছে সময় – কাঁপছে ক্ষনেক জল, চোখের পাতায়।   মনে নেই, হাতে হাত রেখেছিল কিনা রেখেছিল কিনা মন মনের ভেতরে।     হুইসেল   অদ্ভুত সুন্দর এক শাদা কাগজ! পৃষ্ঠা জুড়ে আঁকা অসংখ্য চুল্লি­, প্যারেড…