জুনান নাশিত

  • ষড়যন্ত্র

    জুনান নাশিত কাঠগড়ায় নাভিশ্বাস; শুনানিতে অংশ নিচ্ছে কতিপয় মানুষ সাক্ষী আকাশ, বাতাস, পাখি, ফুল, লতা আর পাতা সমুদ্র বলেছে, আসবে না। আজ তার ঘুমদিবস চৈত্রের ঘূর্ণিতোলা নিকষ অন্ধকারে ঘুমিয়ে থাকবে সে। সমুদ্র আসলে ফন্দি আঁটছে জনগণ যখন স্বপ্নঘোরে, ভোরের অপেক্ষায় অমুদ্রিত শঙ্কায় ডুবে থাকা চিরসবুজ এই জনপদ ভাসিয়ে নেবে সে। অথচ মানুষেরা হাওয়া খায় সমুদ্রবেলায়।

  • দূরত্ব-০১

    জুনান নাশিত   বন্ধ ছিল, দরোজাদুটো এখন খোলা ফিরে যাবে? যাও জেনো, পৌঁছাতে পারবে না যতো কাছেই হোক পল্টন থেকে বিজয়নগর।   জীবন মানে মৃত্যু, মৃত্যু মানে কী? জানতে চেয়ে চিবুক ছুঁয়ে ছুঁয়ে যেদিন সাঁতারের গল্প বলেছিলাম সেদিন থেকে ঝোড়ো বাতাস আর বৃষ্টি বিড়ালের কান্না প্রতিটি ভোরে   দরোজা দুটো বন্ধ বাইরে অপেক্ষায় সাঁতারের গল্প…