জয়নুল আবেদিন

  • আমাদের শিল্পকলা

    জয়নুল আবেদিন আজ এদেশে সমাজজীবনে চারিদিকেই দৈন্য। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জীবনের সর্বক্ষেত্রেই সংকটের বোঝা যেন চেপে বসে আছে। এই সর্বাঙ্গীণ দৈন্যের কারণ বহুবিধ হতে পারে, তবে আমার চোখে এর যে একটি কারণ খুব বড় হয়ে ঠেকেছে, তা হচ্ছে রুচির দুর্ভিক্ষ। বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, প্রাদেশিকতাবোধ, এ সকলই গড়ে ওঠে মৌলিক সৌন্দর্যবোধের ‘ইসথেটিক’ প্রেরণায়। রুচিই বিবেক তৈরি…