তপন গোস্বামী

  • চৈতন্য

    তপন গোস্বামী   খাঁ-খাঁ পড়ে থাকে বিকেল এখন নদীতীর সুনসান বাতাসও এখন ভারি হয়ে আছে দম ধরে আসে প্রাণ। এদিকে-ওদিকে শরৎ শিশির হিম জমা হয় হাড়ে তবুও নিমাই, পথে কত ভাই, কেউ কেউ বাড়ি ছাড়ে। মাথা ন্যাড়া করে পথে না নামলে সন্ন্যাসী তুমি নয় অথচ ভেতর পুড়ে পুড়ে খাক্ সংসারে বড়ো ভয়। নওল কিশোর কোথা…