দিব্যেন্দু রায়

  • দৌড়

    দিব্যেন্দু রায়   ছুটছে শহর, ছুটছে মানুষ, সকাল, দুপুর, বিকেল ছুটছে শতাব্দী, রাজধানী, দুরন্ত এক্সপ্রেস   পাঁচতলা শপিংমলে জমেছে কেনাকাটা ঝকঝকে বিজ্ঞাপন আলোর রোশনাই তিনটে কিনলে একটা ফ্রি বাড়তি উপহার।   সওদা করে ঘরে ফেরে ভিনগাঁয়ের চাষি বউ মন উচাটন, ধান মেলেছে রোদ্দুরে চড়ুই শালিক মেতেছে পিকনিকে।   আকাশ ছুঁয়েছে টাওয়ার যেন শহরের অহংকার।  …