নতুন চেতনার আলোকবর্তিকা

  • নতুন চেতনার আলোকবর্তিকা

    ভয় হয়, না জানি থেমে যায় এই দুর্গম পরিবেশে কালি ও কলমের পথচলা। আমাদের এই দেশটিতে ভালো জিনিসের জন্যে খুব বেশি সময় বরাদ্দ থাকে না। সেই কবে একে একে বন্ধ হয়ে গেছে সমকাল, সুন্দরম, শৈলী সাহিত্যপত্রিকাগুলো। সাহিত্যরস-আস্বাদনে, গবেষণায় অবশেষে কলকাতার দেশ পত্রিকার শরণাপন্ন হতেই হয়। দেশ পড়তে গিয়েই চমকে ওঠা। দেশ পত্রিকার পাতায় বাংলাদেশের কালি…