নবীন ও প্রবীণ কবিদের মেলবন্ধন করুন

  • নবীন ও প্রবীণ কবিদের মেলবন্ধন করুন

    সম্প্রতি কালি ও কলম পত্রিকাটি হাতে পেলাম। পত্রিকাটি পড়ে আমার খুব ভালো লাগল, আর সেই সঙ্গে এ-ও অনুভব করলাম যে, পত্রিকাটির আখরে আখরে মননশীলতার ছাপ অত্যন্ত সুস্পষ্ট। বিশেষত আপনাদের কবিতা-বিভাগটি এককথায় অনবদ্য। কালি ও কলম পত্রিকার চতুর্থ সংখ্যায় প্রকাশিত সুধী জাহিদুল হকের ‘কিছু পঙ্ক্তি জুড়ে যে যাপন’ কবিতাটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে, এছাড়া অন্যান্য কবিতাও…