নভেম্বর রেইন

  • নভেম্বর রেইন

    ময়মনসিংহ গিয়ে শুনি সে জামালপুরে, জামালপুরে গিয়ে শুনি মেলান্দহে। মেলান্দহ গিয়ে কোথাও কাউকে না পেয়ে হুটহাট শেরপুরে।  শেরপুর থেকে ঢাকায় বিফল ফিরতে ফিরতে অনুধাবনে আসে, পথের দুই পাশে তোমার-আমার বিপরীত গমনাগমনের তীব্রগন্ধা ফুল ফুটে আছে।