নারী ও চাঁদ

  • নারী ও চাঁদ

    নারী ও চাঁদ

    চিত্রকলা নিয়ে নিয়ত নিরীক্ষাপ্রবণ নাজলী লায়লা মনসুর। গতানুগতিক ধারার বাইরে গিয়ে সাবঅল্টার্ন ফর্মে চলমান দৃশ্যকাব্য রচনায় আগ্রহী তিনি। অভ্যস্ত-হাতে ক্যানভাসে প্রয়োগ করেন উজ্জ্বল রং। তাঁর ছবির অন্যতম বিষয় নারী – সমাজে তার অবস্থান, অসুবিধা ও তার প্রতি হিংস্রতা। এ-কারণে অনেকে তাঁকে নারীবাদী চিত্রশিল্পী হিসেবে আখ্যা দিলেও তিনি সে-বৃত্ত ভেঙে দেন চিত্রে পুরুষ-অবয়বের সমান উপস্থিতির মধ্য…