নারী ও হলুদ ফুল

  • নারী ও হলুদ ফুল

    রফিকুন নবী বাংলাদেশের সমকালীন চিত্রের ভুবনে এক শীর্ষশিল্পী। তিনি রোমান্টিকতাকে পরিহার করে ছবি আঁকেন। বাস্তবধর্মিতা তাঁর সৃষ্টির প্রধান গুণ। এই ধারার ছবি অঙ্কনে তিনি যে-দক্ষতা প্রদর্শন করেছেন তা এই শিল্পীকে খ্যাতির শিখরে নিয়ে গেছে। জীবনের নানা অনুষঙ্গকে তিনি সন্ধান করেছেন নদী, নিসর্গ ও সাধারণ মানুষের প্রাত্যহিক সংগ্রামের মধ্যে। জলরং, কাঠখোদাই ও তেলরঙের কাজে তিনি পারদর্শিতা…