নীল ঠিকানায়

  • নীল ঠিকানায়

    (কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে নিবেদিত) রুদ্র, তুমি কি শুনতে পাচ্ছো? শেষ দরজায় করাঘাতের আওয়াজ? নিঃশব্দে চলার ধ্বনি? স্তব্ধতা – যেন বজ্রের পূর্বাভাস! স্মৃতিদের নির্বাক চিৎকার! রুদ্র, খসেপড়া তারাগুলো তোমার ঠিকানা জানে? ওরা নিঃসঙ্গতায় ভালো লাগা খুঁজে ফেরে, নাকি দূরত্বের গল্প বলে কাছে থাকার মিথ্যে অভিলাষ জাগায়! আচ্ছা, তুমি কি জানো? কাগজেরা মেঘেদের মতো সাদা কেন?…