পদ্ম প্রসাদ দেবকোটা

  • ঠাকুরের দেশ

    (আমার প্রথম ঢাকা সফর স্মরণে) পদ্ম প্রসাদ দেবকোটা   যা ছিল আমার ওপর অধিষ্ঠিত সে-অনন্তের ঊর্ধ্বে আমার অধিষ্ঠান এবং আমি অগ্রসরমান – নিচে আলোর চুমকিখচিত মাটি। ও ঠাকুরের দেশ, আধেক চাঁদ মিলিয়ে যাচ্ছে ধীরে কখন তোমার বাণীরে শুনিতে পাব?   হিমালয়ের কঠিন সৌন্দর্য তোমার জলমগ্ন নিষ্কলুষ স্নিগ্ধতায় বিলীন হয়ে যায়, আর একদিন তুমি পৃথিবী-জাগানিয়া অগ্নিময়…