পবিত্র মুখোপাধ্যায়

  • ভাঙতে যে পারে

    পবিত্র মুখোপাধ্যায়   ভাঙতে যে পারে, গড়তেও তাকে জানতে হয়; শুধুই ভাঙার খেলায় যে থাকে, ধ্বংসেই দক্ষতা তার; টানতে নিয়ত অবক্ষয় হিংস্রতা, ঘৃণা শরীরের প্রতি অংশেই।   সৃষ্টির কাছে মগ্ন যে থাকে, সময় তার আবিষ্কারের তুরীয়ানন্দে দিন কাটে; সময় থাকে না কে কাকে দেখছে অবজ্ঞার হিমচোখ মেলে বাংলা অথবা গুজরাটে।   নির্মাণ অথবা সৃষ্টির মহাযজ্ঞে…