পীযূষ কান্তি বড়ুয়া

  • কালের ধ্বনির বিশেষ সংখ্যা নিজের আলো তবু দিবাশশী

    পীযূষ কান্তি বড়ুয়া বাঙালির চারিত্রমাধুর্য এই যে, সর্বদা তার চরিত্রে বৈপরীত্য বিকশিত। যখন দুর্লভ তখন তার চাহিদা বাড়ে। যখন সহজলভ্য তখন চাহিদা কমে। জ্ঞান যখন রুদ্ধ ছিল, তখন তা জানার প্রয়াস ছিল অদ্রি-অতিক্রম্য। জ্ঞান যখন মুক্ত হলো অবারিত তথ্যজালে তখন জ্ঞাত হওয়ার স্পৃহা মনের প্রাচীরেই নিহত হয় কুঁড়িতে। অর্থাৎ বাঙালির চরিত্রে হুজুগের আধিক্য লক্ষণীয়। যখন…