পৃথ্বীশ চক্রবর্ত্তী

  • নতুনের বার্তা শুনি

    পৃথ্বীশ চক্রবর্ত্তী নতুনের বার্তা শুনি আমি – এই বুকের ভেতর সেখানে আকাশ আছে, আলো-আঁধারের তাতে খেলা আছে মেঘ, আছে বৃষ্টি, আছে মেলা, বেলা ও অবেলা সেখানে নির্ধন-ধনী কিংবা নেই ব্রাহ্মণ-মেথর। সেখানে ওইদিন ভোরে হয় পান্তা-ইলিশ খাওয়া পিঠা খাওয়ার আড্ডা হয়, মিষ্টি হয় বিতরণ শুধু হয় না রমনা বটমূলে বোমা বিস্ফোরণ দেখিনি তো সবুজের বুক চিরে…