প্রজ্ঞাবানের রবীন্দ্রপাঠ

  • প্রজ্ঞাবানের রবীন্দ্রপাঠ

    রবীন্দ্রনাথের পাঠক ও পাঠপরিক্রমা ব্যাপক। মৃত্যুর প্রায় একশ বছর পরেও পাঠকের রবীন্দ্র-আগ্রহ কমেনি। কালের গভীরতা যত বাড়ছে রবীন্দ্র-অধ্যয়নের পরিসরও ততই বিস্তৃত হচ্ছে। অবিভক্ত ভারতের প্রাদেশিক ভাষার কবি। আজ ভৌগোলিক অধিবৃত্ত অতিক্রম করে ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। রবীন্দ্রনাথের বিশালতা সাহিত্যের সীমা ছাড়িয়ে সংগীত ও চিত্রকলার কারুকার্যময় জগতেও গেড়েছে সার্থকতার সুনিপুণ শিকড়। তার সঙ্গে আছে নিজ দেশ-কাল, সমাজ-রাষ্ট্র…