প্রণবরঞ্জন রায়

  • স্মরণে কাইয়ুম চৌধুরী

    প্রণবরঞ্জন রায় তাঁর পরিণত বার্ধক্যেই, কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত, তাঁর প্রয়াণের পর থেকে কাইয়ুম চৌধুরীর নামটি মনে পড়লেই মানসচোখে ভেসে ওঠে – এক শীতের ঈষদুষ্ণ রোদ ঝলমলে জগৎ। যা ছবিতে নির্মিত। আনন্দের আশা জাগানো সে-জগতে বাস যে সম্ভব নয় – তাও স্বতঃবোধ্য। কারণ, তা ছবিরই। কাইয়ুম চৌধুরী নামটি উচ্চারিত হলেই মনে পড়ে এমন এক স্নিগ্ধ নির্মল…