প্রতিটি সহবাস

  • প্রতিটি সহবাস

    প্রতিটি আশ্রয় আজ বাতিহীন গুমঘর হয়ে নিবিড় অন্ধকার ছড়িয়ে দেয়। প্রতিটি বিকেল এখন অসফল দিনের শেষ পথ খুঁজে না পাওয়ার যন্ত্রণা গুমরে কাঁদে। প্রতিটি রূপকথার মধ্যে ছদ্মবেশী সন্ত্রাস অসম্ভব রক্তচাপে থাকে সন্ধ্যার কলকাতা। প্রতিটি সহবাস এখন পাথুরে কোনারক শিথিল বাহুবন্ধে সরে যায় রাত্রির সোহাগ।