প্রতিমা ভৌমিক

  • মোহনায় খেলা করে

    প্রতিমা ভৌমিক   মোহনায় খেলা করে নিরুপায় স্রোত – মৌন ললাটে ভাসে পাললিক ক্ষয়,   ক্রমাগত এক নিদারুণ তৃষ্ণায় নোঙর গাঁথো তুমি অবুঝ শরীরে;   অলীক, তোমার পরিধি জুড়ে স্থায়ী হতে চাই   হরপ্পা-মহেঞ্জোদারো অনেক তো হলো – তোমাকে শেখাবো আজ দেহজ সভ্যতা।