প্রমিতা ভৌমিক

  • ফিরে দেখা কবিতা সিংহ

    প্রমিতা ভৌমিক কবিতা সিংহ তাঁর ‘মহাশ্বেতা’ কবিতায় লিখেছিলেন : তুমি কেন তিনশ’ বছর আগে এই ভুল পৃথিবীতে এলে? (‘মহাশ্বেতা’, হরিণা বৈরী) কবিতাটি তিনি উৎসর্গ করেন মহাশ্বেতা দেবীকে। এই একই কথা কবিতা সিংহের সম্বন্ধেও প্রযোজ্য। সময়ের অনেক আগেই হয়তো পৃথিবীতে এসেছিলেন কবিতা। তাঁর চিমত্মা-ভাবনা, সাহিত্য রচনা – সবকিছুই সমসময়ের থেকে অনেকখানি এগিয়ে ছিল। এক অদ্ভুত আত্মপ্রত্যয়…