বিভাস রায়চৌধুরী

  • লুপ্ত পৃথিবীর ধ্যান

    বিভাস রায়চৌধুরী   নিসর্গকে আড়াল ক’রে বহুবিধ জ্ঞান আমাদের খায়। ভেবে দেখার পর ভাবনা আর কোনো কাজেই লাগে না। আরো আছে গানবাজনা। আরো আছে হলুদ পাখি। তবু কেন এসেছিলাম জানা গেল না কোনোভাবেই। সেই হেতু প্রতিটি স্নান ব্যর্থ হয়ে গেছে। এপার-ওপার হাওয়ায় বৃষ্টির মতো লাগে ঝরাপাতা। তুমি এলে তোমাকে আয়োজন ভাবি। মুহূর্তে ঝাঁপাই। পরমুহূর্ত অপেক্ষায়…

  • চিন্তা

    বিভাস রায়চৌধুরী   গাছের চিন্তাই ফুল   ফুলের আকার অনুযায়ী পাঠক অর্থাৎ প্রজাপতি নানা আকারের হয়   কিছু কিছু গাছ অপুষ্পক প্রজাপতি আসে না সেখানে   পৃথিবী বিস্ময়… পৃথিবী বিস্ময়…