বিষ্ণদের অপ্রকাশিত কবিতা

  • বিষ্ণদের অপ্রকাশিত কবিতা

    [শিরোনামহীন] অপরাজিতা! পাপড়ি যদি ঝরেই আজ পড়ে সহুরে ধোঁয়া-ওড়ানো ফুল-দোলানো হিমঝড়ে মরণ যদি গলির মোড়ে হাতছানিতে ডাকে তোমার চোখ যদিই কভু বাঁকাও আর কাকে তবুও আছে উদাবধি, সন্ধ্যাকাশে রঙ্গ নিথর বৈকালি বা মেঘেরই মৃদঙ্গ মরুভূমির পাণ্ডুদাহে আছে তমালতাল জীবন জানি হোমশিখায়, হৃদয় জেনো তবু প্রেমের গানে উদ্দীপিত গথিক ক্যাথিড্রাল। ছুটি তো ফুরাবে কালিম্পঙে বা দার্জিলিঙে…