ভূমেন্দ্র গুহের সৌজন্যে

  • অপ্রকাশিত জীবনানন্দ দাশ

    ভূমেন্দ্র গুহের সৌজন্যে   ৩৪-সংখ্যক কবিতার পান্ডুলিপির খাতা থেকে   ৩৪/৬৮   ­ভোরের বেলা এই সাগরের নিঃশব্দ বাতাসে দু’-একটা শুকতারা মর্মর পাথরের মত হয়ে আসে মুছে যায় আকাশের থেকে এখানে ভোরের স্পষ্টতায় সব উঁচু গাছ নিজেদের শান্ত ছায়া দেখে নয় মাইল সান্ত্বনার কথা বলে যে যাহার পাশে   সে-সব গাছের দেহ পৃথিবীতে ম’রে গিয়ে আজ…