মমিফুল

  • মমিফুল

    অন্যের বাগানবাড়ি এর পাশে আজীবন ঘোরা শুধু হলো খাদের কিনার ধরে অশেষ পতনভরা পথে বহুকাল ঝুঁকে থাকা হলো বাড়ি নেই। দু-পায়ে জখম নিয়ে খুঁজে চলি বাড়ির ঠিকানা দেহ চলে ঊর্ধ্বপথে। ভুষো-কালি-দিয়ে-আঁকা কোনো এক বাড়ির চাতালে এই ভ্রমণ ফুরালে নিথর মমির পাশে সদয় জোনাকি এসে কিছুকাল চুপ বসে থাকে মমিফুলে ভরে ওঠে পৃথিবীর ভোর ও বাগান