মহাজিস মণ্ডল

  • প্রতিক্ষা

    মেঘেদের ভেজা কার্নিশ ছুঁয়ে আজকাল নেমে আসে মনখারাপের রং না-ফেরার চিঠি লিখে সেই কবে চলে গেছো নিস্তব্ধতার প্রহরগুলো আমাকে জড়িয়ে ধরে স্বপ্নের আঁকিবুকি সব ভেসে যায় নিরুদ্দেশে তবুও দু-চোখে আজো প্রতিক্ষার প্রদীপ জ্বলে হৃদয়ে, নক্ষত্রে কিংবা মাটির সরস বুকে আজো ভালোবাসার অবিশ্রান্ত গান বাজে                     অনন্ত ব্যথার সুরে সুরে …