মহাদেব সাহা

  • চারটি কবিতা

    মহাদেব সাহা সন্দ্বীপের চরে কী যে সে ইচ্ছে ছিলো চলে যাই সন্দ্বীপের চরে দুইজনে যেতে থাকি ঢেউ-লাগা সমুদ্রের ঘরে, কথা বলি সারাদিন জলে-ওড়া পাখিদের সাথে ঘুমাই নদীর তীরে জ্যোৎস্নার গন্ধমাখা রাতে; মনে হয় সেইখানে নদী ছাড়া আর কেউ নেই জলের উপরে তাই ঘুমিয়েছি শুধু দুজনেই, হয়তো সাঁতার কাটে কিছুদূরে একজোড়া হাঁস সন্দ্বীপে নেমেছে বৃষ্টি, সেইখানে…