মানবতন্ত্রী শিবনারায়ণ রায়

  • মানবতন্ত্রী শিবনারায়ণ রায়

    মানবতন্ত্রী শিবনারায়ণ রায়

    বিংশ শতাব্দীর কীর্তিমান বাঙালি মনীষী শিবনারায়ণ রায়ের জন্মশতবার্ষিকী অতিক্রান্ত হয়েছে গত ২০ জানুয়ারি। তাঁর রচিত অন্যতম বই স্রোতের বিরুদ্ধের নামকরণ দিয়ে শিবনারায়ণ রায়ের বৈশিষ্ট্যকে চিহ্নিত করা যায়। অধ্যাপনা, গবেষণা, সাহিত্যচর্চা, মননচর্চা, শিল্পবোধ – সবকিছুতেই তিনি ছিলেন উলটো হাওয়ার পন্থী। স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটেছেন আমৃত্যু। কোনো প্রলোভন, ভীতির সামনে নিজেকে নত করেননি। মনুষ্যত্বকে সবার ওপরে ঠাঁই…