মার্ক শাগালের চিত্রের মতো

  • মার্ক শাগালের চিত্রের মতো

    মার্ক শাগালের চিত্রের মতো উল্টো হয়ে ঝুলে আছে শহর ঝুলে আছে মূর্ত কি বিমূর্ত স্বপ্নগুলো খুব নীরবে সেতু পার হচ্ছে নিরীহ আর সরল মানুষেরা। তাদের হাঁটুতে ধুলো, দাড়িতে জঞ্জাল, চোখে পিচুটি স্বপ্নের ভেতর পূর্বপুরুষের যুদ্ধাস্ত্র অমল-ধবল স্মৃতি । তারা হাঁটছে উল্টে যাওয়া শহরের ভেতর প্রতীক্ষায় বধির তাদের ক্ষয়ে যাওয়া নখ, ক্লান্ত চোখ বহুপ্রজবিধ্বস্ত ভবিষ্যৎ। নির্জন…